• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:২৬
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

গভর্নিংবডির সভাপতির অনিয়ম অভিযোগ

মোয়াজ্জেম হোসেন রাসেল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় স্থগিত করা হয়েছে নিয়োগ পরীক্ষা। গত ২১ সেপ্টেম্বর কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে যথা নিয়মে নিরাপত্তা কর্মী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
 
তথ্যানুসন্ধানে জানা যায়, বেসরকারী স্কুল ও কলেজে নিয়োগ বিধি মোতাবেক স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপানোর বিধান থাকলেও বিষয়টি গোপন রাখা রাখা হয়। অনিয়মের বিষয়টি কিছু স্থানীয় গণমাধ্যমকর্মীদের দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান প্রধান শিক্ষক পদে নিয়োগ পরিক্ষা স্থগিত করেন। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষক পদে আবেদন করতে না পেরে এক প্রার্থী বলেন, আমি জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে একজন প্রার্থী ছিলাম। পদটি শূন্য হওয়ার পর থেকেই নানাভাবে স্কুল কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছি। কখন, কবে, কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপানো হবে সেই আশায় ছিলাম। তবে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় ছাপানো হয়েছে কি না তা জানতে পারি নাই। অত্র স্কুলের গভর্নিংবডির সভাপতি মো. আল আমিন খানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি স্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতির ছেলে ও বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম খানের সাথে যোগাযোগ করতে বলেন। নিয়োগের বিষয়টি না কি তিনি দেখছেন। আমাকে বিভিন্নভাবে তালবাহানা করে আর এই পদে আবেদন করার কোন সুযোগই দেওয়া হয়নি।
 
নিয়োগ বিজ্ঞপ্তি না পাওয়ার কারণে আবেদন করতে পারেনি আব্দুর রাজ্জাক নামে আরেক প্রার্থী। তিনি কালিয়াকৈর উপজেলার ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে শিক্ষকতা করছেন। তিনি পথরেখার প্রতিবেদককে বলেন, জনতা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে জানতে পেরেছিলাম। কিন্তু কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা জানতে পারেনি। যেহেতু নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে তাই সামনে আবেদন করতে পারব বলে আশা করছি।
 
জানা যায়, মাত্র চার জন আবেদনকারীকে নিয়ে নিয়োগ পরীক্ষার সবকিছু চূড়ান্ত করা ছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলমকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতেই এত তালবাহানা। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক এসব তথ্য নিশ্চিত করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তি, পরিক্ষা স্থগিত সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে জনতা উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি আল আমিন খান প্রতিবেদককে মুঠো ফোনে জানান, পত্রিকায় বিজ্ঞপ্তির ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম ভাল বলতে পারবে। শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের ব্যাপারে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যায়। তিনি প্রশ্নের জবাব না দিয়ে একাধিক বার চা খাওয়ার প্রস্তাব করেন। কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই জান্নাত মুঠো ফোনে প্রতিবেদককে জানান, প্রধান শিক্ষক পদে চার জন প্রার্থীর আবেদন জমা হয়। কাগজ পত্র জটিলতার কারনে বাছাইয়ে দু’জনকে আগেই বাদ দেয়া হয়। আবেদন কারীর সংখা কম থাকায় পরিক্ষা স্থগিত করা হয়।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান প্রতিবেদককে জানান, আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ করে জানতে পেরেছি উক্ত পদের জন্য একাধিক প্রার্থী নেই। তাছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে কিছু অনিয়ম থাকায় নিয়োগ পরিক্ষা স্থগিত করা হয়েছে।
 
উল্লেখ্যে যে, চলতি বছরের ২৯ জুন গভর্নিংবডির সভাপতি আল আমিন খান স্কুলে চাকরি দেয়ার নামে ফুলদী গ্রামের মহসিন নামে এক ব্যক্তির তিন লক্ষ বিশ হাজার টাকা লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল হয় । যা সব মহলে তোলপাড় সৃষ্টি হয়। চলতি বছরের ১২ মার্চ প্রধান শিক্ষক হিসেবে মো. আবদুস সোবহান সর্বশেষ অফিস করেন। তখন থেকে পদটি শূন্য রয়েছে। 
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।