পথরেখা অনলাইন : এবার এক সঙ্গে পর্দায় দেখা যাবে পরীমণি এবং শবনম ইয়াসমীন বুবলীকে। প্রায় ৯ বছর ধরে সিনেমায় অভিনয় করছেন পরীমণি এবং বুবলী। দুজনেই প্রায় দু ডজন করে সিনেমায় অভিনয় করেছেন। দুজনকেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। শাকিব খানকে বিয়ে করেছিলেন বুবলী। তাঁদের মধ্যে এক দূরত্ব তৈরি হয়েছে। অন্যদিকে, স্বামী শরীফুল রাজকে ডিভোর্সের জন্য নোটিশ পাঠিয়েছেন পরীমণি।
এরই মধ্যে জানা গিয়েছে যে এবারই প্রথম বুবলী এবং পরীমণিকে এক ছবিতে দেখা যাবে। তৈরি হতে চলেছে ‘খেলা হবে’ সিনেমা। তানিম রহমান পরিচালিত ‘খেলা হবে’ সিনেমায় এক সঙ্গে দেখা যাবে তাঁদের দুজনকে। ওই সিনেমা প্রযোজনা করছে টিএম ফিল্মস। যদিও এই সিনেমায় নিয়ে মুখ খুলতে চাননি তানিম। তবে, জানা গিয়েছে, গল্পের প্রয়োজনে এই সিনেমার শুটিং করা হবে ভারতে।
তিন সপ্তাহ ধরে সেই শুটিং চলবে। এই জন্য অভিনেতা এবং শুটিং টিম নিয়ে ভারতে যাওয়ার জন্য অনুমতি চেয়ে তথ্য– সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়। ওই আবেদন করেন টিএম ফিল্মসের ফারজানা মুন্নী। তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভারতে শুটিংয়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে ওই সংস্থাকে। ওই সংস্থার আবেদনের ভিত্তিতে পরীমণী, বুবলী ছাড়াও শহীদুল আলম সাচ্চু, আবুল কালাম আজাদ, মিশা সওদাগর, মুশফিকুর রহমান, সাইফুল ইসলাম মজুমদারসহ ১২ জনকে অনুমতি দেওয়া হয়েছে।
যদিও এই সিনেমার গল্প নিয়ে এখনই কোন কথা বলতে চাননি ওই সিনেমার পরিচালক এবং প্রযোজক। প্রসঙ্গত, গত ২ অগাস্ট টিএম ফিল্মস-এর সোশাল মিডিয়ার পেজে জানানো হয় যে তারা খেলা হবে নামে সিনেমা তৈরি করবেন। ওই সিনেমা পরিচালনা করবেন তানিম রহমান।
সূত্রের খবর, অক্টোবর মাসে ‘খেলা হবে’ সিনেমার শুটিং করা হবে। জানা গিয়েছে, ২১ অক্টোবর পর্যন্ত ভারতে গিয়ে সিনেমার শুটিং করার জন্য অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেভাবেই ইউনিট প্রস্তুতি শুরু করেছে তারা। উল্লেখ্য, ‘খেলা হবে’ স্লোগানটি প্রথমবার ভাইরাল হয় বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে। একাধিকবার এই কথাটি ব্যবহার করেন তিনি। পরে ২১-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ কথাটি জনপ্রিয়তা পায় তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যের মাধ্যমে। এই স্লোগান দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একাধিক বিজেপি নেতা গলাতেও শোনা যায় ‘খেলা হবে’ কথাটি।
এমনকি এই স্লোগান দিয়ে গানও বানিয়েছিল তৃণমূল। সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে ট্রেলারে আলিয়া ভাটের মুখেও শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপ।
পথরেখা/আসো