বিশেষ প্রতিবেদন : দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের গবেষণায় বিশ্বে হিংসাপ্রবণ দেশের তালিকার প্রথম ৫০-এ বাংলাদেশ। তালিকায় শীর্ষে রয়েছে মায়ানমারের নাম।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাঁরা দাবি করছেন, তাঁদের আমলেই সেখানে শান্তিতে বাস করছেন দেশের বাসিন্দারা। এই সময়েই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের গবেষণায়। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানের হিসাবে, হিংসার ক্ষেত্রে বিশ্বের প্রথম ৫০টি দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ। ওই তালিকায় ২২ নম্বরে নাম রয়েছে বাংলাদেশের।
এসিএলইডি জানিয়েছে, গত বছরের জুলাই মাস থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। বিশ্বের ২৪০টি দেশ ও অঞ্চলের সংঘাতের তথ্য সংগ্রহ করা হয়। এই তথ্যের ভিত্তিতে সহিংসতাপ্রবণ ৫০টি দেশের তালিকা প্রকাশ করেছে তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সংস্থার হিসাবে, ওই তালিকায় শীর্ষে আছে মায়ানমার। বিশ্বের সবচেয়ে বেশি হিংসাপ্রবণ দেশ হিসাবে নাম আছে মিয়ানমারের। ওই তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে সিরিয়া, মেক্সিকো, ইউক্রেন ও নাইজেরিয়া। সেই তালিকার একেবারে শেষে নাম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রর। পশ্চিমের দেশগুলোর মধ্যে একমাত্র মার্কিন মুলুকের নামই এসেছে এই তালিকায়।
হিংসাপ্রবণ দেশ হিসাবে তালিকায় বাংলাদেশের ঠিক আগেই রয়েছে সোমালিয়া। আর বাংলাদেশের পরে ২৩ নম্বরে রয়েছে কেনিয়া। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ওই তালিকায় ভারতের নাম রয়েছে ১৬ নম্বরে । এবং ১৯ নম্বরে রয়েছে পাকিস্তান। এসিএলইডি তথ্য বিশ্লেষণ করে দেখেছে, বিশ্বজুড়ে ওই সময়ের মধ্যে ১ লাখ ৩৯ হাজারের বেশি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। এই হিংসার জেরে প্রাণহানি হয়েছে ১ লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। গত এক বছরে এই হিংসা বেড়েছে ২৭ শতাংশ।
এই নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেছে। তাঁদের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে কমপক্ষে একটি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, এমন দেশ ও অঞ্চলের সংখ্যা ১৬৭। বিশ্বে যে পরিমাণ হিংসার ঘটনা ঘটেছে, তার ৯৭ শতাংশ ঘটনাই ঘটছে তালিকায় থাকা ৫০টি দেশে। তাঁরা জানিয়েছে, হিংসায় মৃত্যু, জনসাধারণের জন্য ঝুঁকি, কী পরিমাণ এলাকায় হিংসা ছড়িয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর সংখ্যার বিচার করে এই তালিকা করা হয়েছে।
তার ভিত্তিতে ‘চরম’, ‘উচ্চ’ ও ‘উত্তাল’ এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে দেশগুলিকে। ওই তালিকায় বাংলাদেশের স্থান উচ্চ হিংসাপ্রবণ ভাগে। তাঁদের হিসাবে, বাংলাদেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ভারতের অবস্থার উন্নতি হলেও পাকিস্তানের পরিস্থিতি ধারাবাহিকভাবে খারাপের দিকে যাচ্ছে।
পথরেখা/আসো