পথরেখা অনলাইন : ঈশান কিষান আপাতত ভারতীয় ক্রিকেট দলের উজ্জ্বল তারকা হয়ে উঠেছেন। আসন্ন ওডিআই বিশ্বকাপে তাঁর থেকে বড় রানের প্রত্যাশা করছেন ভারতীয় সমর্থকেরা। তাঁর চর্চিত গার্লফ্রেন্ডও আলোচনার কেন্দ্রে থাকেন।
ঈশান কিষান এবং অদিতি হুন্ডিয়া
ভারতীয় ক্রিকেট দল আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমেছে। এই ম্যাচে ঈশান কিষান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন বলেই আশা করা হচ্ছে। সম্প্রতি এশিয়া কাপেও তিনি যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন। বিশেষ করে দলের সংকটে বেশ কয়েকবার তিনি উদ্ধারকর্তার ভূমিকা পালন করেছেন। পাশাপাশি আসন্ন বিশ্বকাপেও রাঁচির এই উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় সমর্থকেরা।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র ক্রিকেটীয় পারফরম্যান্সই নয়, ব্যক্তিগত জীবনের কারণেও ঈশান কিষান আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সমর্থকেরা তাঁর ব্যক্তিগত জীবনে উঁকি মারার জন্য সবসময়ই উৎসুক থাকেন। পাশাপাশি তাঁর গার্লফ্রেন্ডকে নিয়েও সমর্থকদের উৎসাহে কোনও ভাঁটা নেই। আসুন, তাহলে ঈশানের গার্লফ্রেন্ডের ব্যাপারে জেনে নেওয়া যাক।
উল্লেখ্য, সম্প্রতি এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ঈশান কিষান পাকিস্তানের বিরুদ্ধে যথেষ্ট ভালো ব্যাটিং পারফরম্যান্স করেছিলেন। হার্দিকের সঙ্গে জুটি বেঁধে তিনি টিম ইন্ডিয়ার স্কোর ২৬৫ পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিলেন। এরপর ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে যায়। তবে ঈশানের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছিল।
এই ম্যাচে ঈশান ৮১ বলে ৮২ রান করেন। তাঁর এই ইনিংসকে গার্লফ্রেন্ড অদিতি হুন্ডিয়া 'ড্রিম ইনিংস' বলেছিলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি বিশেষ স্টোরিও শেয়ার করেন। অদিতি লিখেছিলেন, 'তুমি এর থেকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবে।'
কে এই অদিতি হুন্ডিয়া?
এই প্রসঙ্গে আপনাদের জানি রাখি, অদিতি হুন্ডিয়া পেশায় একজন মডেল। মিউজিক ভিডিয়ো এবং বিজ্ঞাপন থেকে উপার্জন করেন। ২০১৮ সালে অদিতি মিস সুপারন্যাশনাল খেতাব জয় করেছিলেন। পাশাপাশি ২০১৭ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্টও ছিলেন তিনি।
অদিতি সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতে ভালোবাসেন। ইনস্টাগ্রামে তাঁর ১ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। সৌন্দর্য্য এবং ফিটনেসের ব্য়াপারে তিনি যে কোনও বলিউড অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন। তবে এটাই প্রথমবার নয় যে অদিতি হুন্ডিয়া এবং ঈশান কিষানের সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কের কথা কেউই ঘোষণা করেননি।
বয়সে ঈশানের থেকে অনেকটাই বড় অদিতি
বলা হয়, ভালোবাসা নাকি কোনও বয়সের গাছ-পাথর মানে না। ঈশান কিষান এবং তাঁর গার্লফ্রেন্ড অদিতি হুন্ডিয়ার সঙ্গেও একই ঘটনা দেখতে পাওয়া গিয়েছে। তাঁদের এই সম্পর্ক এখনও আনুষ্ঠানিক না হলেও ঈশানের থেকে বয়সে অনেকটাই বড় অদিতি। ১৯৯৮ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন ঈশান কিষান। অন্যদিকে অদিতি হুন্ডিয়া ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন।
পথরেখা/আসো