পথরেখা অনলাইন :: অবশেষে মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হলো। বাংলাদেশ-ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’র প্রেক্ষাগৃহে আসছে ২৭ অক্টোবর। মুক্তিকে সামনে রেখে ১ অক্টোবর আসছে এর ট্রেলার। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল এটি পরিচালনা করেছেন। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে—খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (মাওলানা আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।
এর আগে, গত ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। সিনেমাটির শুটিং হয় বাংলাদেশ ও ভারতে। ছবিটি নিয়ে বেনেগালের মন্তব্য ছিল এমন, 'তাদের (বাংলাদেশ) কিছু শব্দের উচ্চারণ পশ্চিমবঙ্গের কথ্য বাংলা থেকে আলাদা এবং তারা তাদের বাংলা নিয়ে গর্ব করেন। এর সবকিছুই আছে সিনেমায়। আমি শুধু বাংলাদেশের অভিনয়শিল্পীদের নিয়েছি, কারণ তারা মুজিবকে কাছে থেকে অনুভব করতে পারবেন।'
পথরেখা/আসো