আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের তাঁতী লীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রনেতা মো. কবির হোসেন ভূইয়াকে সভাপতি ও লালন সওদাগরকে সাধারণ সম্পাদক করে সাতানী ইউনিয়ন তাঁতী লীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা তাঁতী লীগের সভাপতি মো.রেজাউল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক মো.মহিউদ্দিন আহমেদ।
বুধবার সকাল ১১টার দিকে নবগঠিত সাতানী ইউনিয়ন তাঁতী লীগের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূইয়া, সাতানী ইউপি চেয়ারম্যান মো. শামসুল হক সরকার,বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সাদেক পাঠান, উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. রেজাউল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আহমেদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সহসভাপতি ও তিতাস উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন ব্যাপারী প্রমুখ।
পথরেখা/আসো