পথরেখা অনলাইন প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর): কালীগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধে মোক্তার হোসেন ফকির (৪৩) নামে এক প্রবাসীকে পিটিয়ে গুরুতর আহত করার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। নিহত মোক্তার হোসেন ফকির বক্তারপুর ইউনিয়নের গোয়ালিয়ার বাড়ীর মৃত হাসান আলী ফকিরের পুত্র। তিনি দুবাই প্রবাসী। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন এবং চলতি মাসের ৭ অক্টোবর দুবাই ফেরার যাওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ অক্টোবর সকালে মোক্তার হোসেন ফকিরকে তার ক্রয়কৃত জমির সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দিচ্ছিল চাচাতো বোন মোসলেমা। এসময় সীমানা পিলার স্থাপন নিয়ে মোক্তার হোসেন ফকিরের সাথে প্রতিবেশী আলম ফকির (৬০) এবং তার দুই পুত্র শারফুদ্দিন ফকির (৩৮) ও রিপন ফকির (৩০) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মোক্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে মূমূর্ষ অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করেন। উত্তরা লেক ভিউ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে ভর্তি করলে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোক্তার হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই সুরুজ মিয়া বাদী হয়ে সোমবার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ৫।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর অভিযুক্ত শারফুদ্দিন ও রিপনকে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
পথরেখা/আসো