পথরেখা অনলাইন প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়ে স্বামী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। পুলিশ আত্মহত্যা চেষ্টার অভিযোগে স্বামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তরগাঁও তাতী বাজার গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র মো. রাজু মিয়া (৩৫) ও তার স্ত্রী মোছা. নিপা খানম (৩০) স্থানীয় আরএফএল কোম্পানীতে চাকুরী করে। পারিবারিক বিভিন্ন অশান্তির কারণে নিপা প্রায় দেড় মাস আগে রাজুকে তালাক দেয়। তালাক মেনে নিতে না পেরে গত মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে রাজু কোম্পানীর ভিতরে ব্লেড দিয়ে নিজের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত রাজুকে আটক করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানায় নিয়ে যায়। পরে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল করিম বাদী হয়ে রাজুর বিরুদ্ধে ৩০৯ ধারায় একটি মামলা দায়ের করেন, নং ৭(১০)২৩।
কালীগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল করিম জানান, প্রাণ আরএফএল কোম্পানীর প্রোডাকশন মেশিন অপারেটর রাজু ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কেটে আত্মহত্যার চেষ্টা করছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করি। সম্প্রতি তার স্ত্রী তাকে তালাক দেয়। পারিবারিক অশান্তির কারণে ইতিপূর্বেও আসামী রাজু কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানতে পারি। আত্মহত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়েরের পর বুধবার (৪ আগস্ট) আসামীকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পথরেখা/আসো