পথরেখা অনলাইন : ভারতীয় রাজ্য সিকিমে চলমান প্রাকৃতিক দুর্যোগে নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এখনও ৯০ জনের বেশি বাসিন্দা নিখোঁজ রয়েছেন। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, হিমবাহ ধসের আশঙ্কায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসএসডিএমএ এর তথ্য অনুযায়ী, রাজ্যটিতে আটকা পড়েছেন অন্তত তিন হাজার পর্যটক। তাদের উদ্ধারে চলছে তৎপরতা।
রাজ্যটিতে সবচেয়ে ক্ষয়ক্ষতি পাকিয়ং জেলা। সেখানে সেনা সদস্যসহ মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৫৯ বাসিন্দা। বিভিন্ন আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন দুই হাজারের বেশি মানুষ। গ্যাংটকে প্রাণ হারিয়েছেন পাঁচ জন, আর নিখোঁজ রয়েছেন ২২ জন। নামচি ও গ্যাংটক থেকে প্রায় চার হাজার বাসিন্দাকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। প্রবল স্রোতে পাঁচটি সেতু পুরোপুরি বিলীন।মাঙ্গান জেলায় চার জন প্রাণ হারিয়েছেন এবং ১৭ জন নিখোঁজ। ১৭শ’র বেশি মানুষকে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে।
পথরেখা/আসো