পথরেখা অনলাইন : ইসরায়েলি একটি জরুরি যুদ্ধকালীন সরকার ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই মন্ত্রিসভায় বিরোধী নেতাসহ প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাখা হয়েছে।গার্ডিয়ান জানায়, গাজা উপত্যকায় সাহায্য ও ওষুধের অনুমতি দেওয়ার জন্য করিডোর স্থাপন এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা না করার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে দেশটির সরকারের ওপর।
এ কারণে যুদ্ধকালীন এ সরকার গঠন করেছেন নেতানিয়াহু। এতে বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে জায়গা দেয়া হয়েছে। যেখানে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও রয়েছেন।নেতানিয়াহু, গ্যান্টজ এবং ইয়োভ গ্যালান্ট গঠিত এটি 'যুদ্ধ মন্ত্রিসভা' হিসেবে পরিচিতি পেয়েছে। উল্লেখ্য, ইসরায়েলি সেনারা গাজায় স্থল আক্রমণের প্রস্তুতি নিয়েছে।
বুধবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু হামাসের হামলার সময় ঘটে যাওয়া নৃশংসতার বর্ণনা দেন। সেখানে তিনি বলেন, হামাস যোদ্ধারা শিশুদের মাথায় গুলি করেছে, মানুষকে জীবন্ত পুড়িয়ে দিয়েছে, নারীদের ধর্ষণ করেছে এবং সৈন্যদের শিরশ্ছেদ করেছে।এসময় তিনি হামাসকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুঙ্কার দেন। তিনি বলেন, 'আমরা এটিকে চূর্ণ করে ধ্বংস করব। 'প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিডকে নতুন মন্ত্রিসভায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হলেও তিনি তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবে সাড়া দেননি।
পথরেখা/আসো