পথরেখা প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) গাজীপুরের কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ আন্তুঃজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর গভীর রাতে উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মধুসূধন পান্ডে কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজারের বিনোদ শীলের দোকানের পিছনে ৭/৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হয়েছে বলে সংবাদ পান। সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে দুই দিক থেকে উক্ত ডাকাত দলকে ঘিরে ফেললে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের পিছনে ধাওয়া করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বীর রামপুর ভাটিপাড়া গ্রামের মৃত ইমান অলীর পত্রি মো. সাদ্দাম হোসে (২৪), গুজিয়াম চকপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র শহিদুল ইসলাম ভুট্রো (৩৫) ও মৃত কাজম আলীর পুত্র মো. শফিকুল ইসলাম লুৎফর (৪৫) এবং ভালুকা থানার ভান্ডাব টানপাড়া এলাকার আঃ সালামের পুত্র মো. শাহীন (২০) কে আটক করে। আটককৃতদের দেহ তল্লাশী করে বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের দলে অত্র থানার রাজিব মিয়া, সুরুজ সবুজসহ আরো নাম না জানা পাঁচজন ছিল।
আটককৃতদের বিরুদ্ধে উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মধুসূধন পান্ডে বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও মাদক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন, যার নং ১৪ ও ১৫। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও মাদক কারবারী। তারা বিভিন্ন জেলা হতে ডাকাতদল ভুক্ত হয়ে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ মাদক ব্যবসা পরিচালনা করে। আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। শনিবার দুপুরে আটকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
পথরেখা/আসো