আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : ১৪ অক্টোবর শনিবার সকালে তিতাস থানা ভবনের দ্বিতীয় তলা হল রুমে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাসের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুরাদ নগর সার্কেল পিযুষ চন্দ্র দাস।
পিযুষ চন্দ্র দাস বলেন, সামনে জাতীয় নির্বাচন নির্বাচনের পূর্ব মূহূর্তে শুরু হতে যাচ্ছে দূর্গা উৎসব, কেউ যেন বাংলার মাটিতে অরাজকতা সৃষ্টি করতে না পারে তাই আমরা সর্বদা প্রস্তুত ও সজাগ রয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তি বর্গের সমন্বয়ে প্রতিটি পূজা মন্ডব পরিচালনা কমিটি রয়েছে, তাছাড়া প্রতিটি পূজামণ্ডপ সি সি ক্যামেরার আওতায় থাকবে। প্রতিটি পূজা মন্ডবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত সার্বক্ষণিক অবস্থান করবে এবং পুলিশে টহল চলমান থাকবে।
তিতাস থানার তদন্ত কর্মকর্তা নয়ন এর পরিচালনায় অনান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং তিতাস থানাধীন প্রতিটা পূজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। উল্লেখ্য, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাসহ সিসি ক্যামেরার আওতায় থাকবে তিতাসে প্রতিটি পূজামণ্ডপ।