আব্দুল আজিজ, প্রতিনিধি, তিতাস [কুমিল্লা] : কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমেদের অস্থায়ী কার্যালয় ও গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ১৪ অক্টোবর রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাবুল চেয়ারম্যান এলাকায় ছিলেন না বলে জানা গেছে।
পুলিশ, কেয়াটেকার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আহমেদের দাসকান্দি গ্রামের বাড়ির পাশেই অস্থায়ী কার্যালয় ও পরিষদের মালামাল রাখার গোডাউন ছিল। আনমানিক রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত আগুন লাগিয়ে দিলে মুহূর্তের মধ্যেই আগুন পুরো কার্যালয় ও ভিজিডি চাল রাখা গোডাউনে ছড়িয়ে পড়ে। খবরে পেয়ে তিতাস থানা পুলিশ ও হোমনা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিষদের সরকারি কাগজপত্র ও ভিজিডি ১৯/১৫ বস্তা চাল পুড়ে যায়। কেয়ারটেকার মাফিয়া বেগম বলেন, ‘দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় দ্রুত আগুন সারা কার্যালয়ে ছড়িয়ে পড়ে । এসময় আমি কোনো মতে বাহির হয়ে আসি। কে বা কারা লাগিয়েছে তা আমি দেখি নাই।’
ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল আহমেদ বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে আমার আলমিরাতে রাখা সরকারী কাগজপত্র ও গোডাউনে ভিজিডির ১৯/১৫ বস্তা চাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে তিতাস থানা ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, ‘চেয়ারম্যান বাবুল আহমেদের অস্থায়ী কার্যালয় ও গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে গিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মুহম্মদ দেলোয়ার হোসেন পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথরেখা/আসো