আব্দুল আজিজ, প্রতিনিধি, তিতাস [কুমিল্লা] : কুমিল্লার হোমনায় মাদ্রাসা ছাত্র নিখোঁজের ৩ দিন পর সজিব (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৬ অক্টোবর সকাল ১০ টার দিকে ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের পুর্ব পাশের বিল থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. সজিব আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ও আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) রাতে খাবার শেষে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর ডাকে আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসা ছাত্র সজিব বের হয়ে নিখোঁজ হয়।
সোমবার ১৬ অক্টোবর আলীপুর গ্রামের পাশের বিলের কচুরিপানার নিচে লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। হোমনা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। হোমনা থানা অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন বলেন, লাশের সুরতহাল শেষে মর্গের প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মুহসীন মাসুদ রানা জানান, এ ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল ইয়াসিন হোসাইন ও মো. রুবেল মিয়াসহ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশি কার্যক্রম অব্যহত রয়েছে।
পথরেখা/আসো