পথরেখা অনলাইন : বলিউড তারকা ঋত্বিক রোশানের প্রেমিকা সাবা আজাদ। তাদের বয়সের পার্থক্য বেশি হওয়ায় নেটিজেনটের কটাক্ষের শিকার হন উভয়েই। সম্প্রতি একটি শোয়ে পারফর্ম করে আবারও কটাক্ষের শিকার হয়েছেন সাবা। তাতেই মেজাজ হারিয়েছেন অভিনেতা ঋত্বিক। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।
সম্প্রতি মুম্বাইতে একটি ফ্যাশন শোয়ে গান গেয়েছেন সাবা। কিন্তু গাওয়ার সময় র্যাম্পে হঠাৎ করেই নাচ শুরু করেন। বিষয়টি অপ্রাসঙ্গিক মনে হয়েছে অনেকের কাছেই। কেউ কেউ আবার সাবার মানসিক ডাক্তার দেখানো উচিত বলে মন্তব্য করেছেন। কেউ তাদের পোস্টে মনোবিদের কন্টাক্ট নম্বরও দিয়েছেন। এসব কারণেই প্রেমিকা সাবার জন্য মাঠে নেমেছেন ঋত্বিক।
অভিনেতা ঋত্বিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই রাতারাতি প্রচারের আলোয় আসেন সাবা। অভিনেত্রী হওয়ার পাশাপাশি ঋত্বিকের প্রেমিকা একজন গায়িকাও। সাবার গানের বেশ প্রশংসা করেন ঋত্বিক। প্রেমিকাকে নিয়ে তিনি গর্বিত— এ কথা বিভিন্ন সময় বলেছেন তিনি।
ওই শোতে সাবার র্যাম্পওয়াক দেখে অনেকেই সমালোচনা করছেন। এমনকি ওই শোয়ে পোস্টে বলিউডেরই কয়েকজন কলিগ ও টেকনিশিয়ান হাসির রিয়েক্ট দিয়েছেন। তাতেই চটেছেন ঋত্বিক। তিনি বলেন, ‘নিজেদের ঘরের সম্মান যদি নিজেরাই না করি, তাহলে অন্যরা কী শিখবে?’
পথরেখা/আসো