পথরেখা অনলাইন : ফার্মার’স বিজনেস স্কুল (এফবিএস) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়িত স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্প (এসএসিপি) এর আওতায় মাঠ পর্যায়ে কৃষক-কৃষাণীদের নিয়ে গঠিত একটি স্কুল। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের দাঁতমারা ব্লকে ১৩ সেশনের মাধ্যমে একটি ফার্মার’স বিজনেস স্কুল (এফবিএস) কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, জৈব বালাই ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনায় সংযোগ সৃষ্টি বিষয়গুলো মাথায় রেখে সেশন পরিচালিত হচ্ছে। গবেষণা প্লট স্থাপনের মাধ্যমে স্কুলের অন্তর্ভুক্ত কৃষক-কৃষাণীগণ ফসল উৎপাদনের বিভিন্ন ধাপ, পোকামাকড় দমন, সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধানের উপায় অংশগ্রহনমূলক মনিটরিং এর মাধ্যমে সম্পন্ন করে থাকেন। এই স্কুলের মাধ্যমে গ্রুপভিত্তিক বাজার পরিদর্শন করে বাজারে কৃষকের অভিগম্যতা বৃদ্ধির উপায় খুঁজে বের করে থাকেন।
স্কুলে অংশগ্রহণকারীগনের সাথে আলাপ করে জানা যায়, এ ধরণের স্কুল জলবায়ুগত কারণে পরিবর্তনশীল পরিবেশে খাপ খাওয়ানোর লক্ষ্যে ফসল উৎপাদনে তাদের দক্ষতা বৃদ্ধি ও কৃষি পণ্য বাজার ব্যবস্থাপনায় অভিগম্যতা বৃদ্ধিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্কুলের সদস্যদের মধ্য থেকে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাদক্ষ ও সদস্য সমন্বয়ে একটি রেজিস্টার্ড সমিতি গঠন করা হবে।
পথরেখা/আসো