আব্দুল আজিজ, প্রতিনিধি তিতাস [কুমিল্লা] : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা, দূর্গা পূজা উপলক্ষে ২১ অক্টোবর শনিবার রাতে কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবেদ আলী ভূঁইয়া পুত্র দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বিভিন্ন পূজামণ্ডল পরিদর্শন করেছেন। এসমেয় তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীকে মেজর জেনারেল (অব.) সুবেদ আলী ভূঁইয়াকে বিজয়ী করলে দাউদকান্দির ন্যায় তিতাসে প্রতিটি স্থায়ী পূজামণ্ডপে ১০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমি মেজর জেনারেল (অব.) সুবেদ আলী ভূঁইয়া পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। তিনি প্রতিটি পূজামণ্ডপের জন্য স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে পূজায় আনন্দ উপভোগ করার জন্য ২০ হাজার টাকা উপহার দিয়েছেন।
মণ্ডপ পরিদর্শনকালে মেজর জেনারেল সুবেদ আলী ভূঁইয়া পক্ষে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে সফর সঙ্গী ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তিতাস এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন, দাউদাউকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম নয়ন, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরনবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হক সরকার, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির মুন্সি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. তফাজ্জল হোসেন সাদ্দাম, বলরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোফাজ্জল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. রিপন ভূইয়া প্রমূখ।
পথরেখা/আসো