পথরেখা প্রতিনিধি, তিতাস [কুমিল্লা] : কুমিল্লার তিতাস থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা মূলহত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১জন আসামী গ্রেফতার হয়েছে।
তিতাস থানার এস আই পুষণ সাহা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ অক্টোবর ১৫ টায় জিয়ারকান্দি এলাকা হতে জিআর- ২৯২/২০০২ (দায়রা- ২২৮/২০০৩) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী নুরুল হককে আটক করেছে। তার পিতার নাম আমান উল্লাহ, সাং- জিয়ারকান্দি, থানা- তিতাস, জেলা- কুমিল্লা।
উল্লেখিত আসামীর যাবজ্জীবন সাজাসহ ১০০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩(তিন) মাসের সশ্রম কারাদণ্ড বিদ্যমান। বিধি মোতাবেক আজকে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পথরেখা/আসো