পথরেখা অনলাইন : ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাশ্মীরের মেয়ে হিনা খান। কাজের সূত্রে থাকেন মুম্বাইয়ে। কিন্তু এ শহরে নাকি শ্বাস নেওয়া যায় না। কয়েকদিন আগেই অভিনেত্রী এ অভিযোগ করেন। বলেন— মাত্রাতিরিক্ত দূষণের কারণে মুম্বাই বাসযোগ্যতা হারাচ্ছে। এমন স্ট্যাটাসের পরদিন হাসপাতালে ভর্তি করাতে হলো ‘ইয়ে রিস্তা ক্যা কহলতা হ্যায়’ খ্যাত অভিনেত্রীকে।
শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে একটি ছবি দেন তিনি। পরনে হাসপাতালের পোশাক। উঁচু করে বাঁধা পনিটেল। ছবি দিয়ে তিনি লিখেন, ‘খুশি ও ভালবাসা ছড়িয়ে দিন। আপনি কোথায় আছেন, কোন মানসিক অবস্থায় রয়েছেন, সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আয়না দেখলেই নিজের একটা ছবি তুলে নিন।’ তবে হিনাকে কী কারণে ভর্তি করাতে হয়েছে হাসপাতালে, তা এখনও অজানা।
ছোট পর্দায় কাজ করছেন এক দশকেরও বেশি সময়। অভিনয় করেছেন বড় পর্দায়ও। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন হিনা খান। সম্প্রতি হিনার ছবি ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’ জায়গা করে নিয়েছে অস্কার লাইব্রেরিতে।
পথরেখা/আসো