পথরেখা তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : কুমিল্লার তিতাস থানা পুলিশ কর্তৃক ১টি চোরাই সিএনজি উদ্ধার ও আন্তঃজেলা চোর চক্রের ৪ আসামী গ্রেফতার করা হয়েছে। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে তিতাস থানা কর্মকর্তাদের চৌকস অভিযানে চক্রটি ধরা পড়েছে।
তিতাস থানার এসআই মাজহারুল ইসলাম ও এএসআই রিপন মিয়াসহ কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় গোপন সূত্র ও তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে। আটককৃতরা সকলেই কুমিল্লা জেলার তিতাস থানার বাসিন্দা। তারা হলেন- আতিকুল ইসলাম প্রকাশ সজল (২৩), পিতা-মমিনুল ইসলাম, সাং-শিবপুর, মো. শাকিব (২২), পিতা- ফজর আলী সিকদার, সাং-মৌটুপী, মো. বোরহান (২২), পিতা-জাফর আলী সিকদার, সাং-মৌটুপী, মো. মাছুম (২৪), পিতা- মো. কাউসার, সাং-লালপুর।
তাদের দেওয়া তথ্য মতে ৩১ অক্টোবর আনুমানিক রাত ২.০০টায় হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মীরপুর ইউনিয়নের তিতারকেণা হতে ধৃত আসামীগণের দেখানো মতে এবং বাদীর শনাক্তমতে ১টি চোরাই সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। গাড়ির ইঞ্জিন নাম্বার ও চেসিস নাম্বার অস্পষ্ট; গাড়ির আনুমানিক মূল্য চার লাখ বিশ হাজার [৪,২০,০০০] টাকা। উল্লেখ্য যে, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পথরেখা/আসো