• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:০৪

অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছেন

পথরেখা অনলাইন : ২০১৭ সালে বিয়ে করেছিলেন কোহলি এবং অনুষ্কা। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। কিছু দিন আগে অনুষ্কার একটি ছবি প্রকাশ্যে আসার পর তাঁদের দ্বিতীয় সন্তান নিয়ে শুরু হয়েছে জল্পনা।
 
অনুষ্কা শর্মা কি দ্বিতীয় বার মা হতে চলেছেন? বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে। সেই জল্পনা আরও বৃদ্ধি করলেন বিরাট কোহলি। তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে। কোহলি বলেছেন, অনুষ্কাকে মা হতে দেখা তাঁর সেরা অভিজ্ঞতা।
 
কিছু দিন আগে অনুষ্কার একটি ছবি দেখে ভক্ত, অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল। কোহলি বলেছেন, অনুষ্কাকে তাঁদের মেয়ের মা হতে দেখা তাঁর জন্য এক দুর্দান্ত অভিজ্ঞতা। যতই ক্রিকেটীয় ব্যস্ততা থাকুক কোহলি সব সময় খেয়াল রাখেন অনুষ্কার। বিশ্বকাপের একাধিক ম্যাচে অনুষ্কাকে দেখা গিয়েছে গ্যালারিতে। কোহলি কখনও অনুষ্কার উপর নিজের মতামত চাপিয়ে দেন না। স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করেন।
 
বিশ্বকাপের মাঝে এক সাক্ষাৎকারে বিবাহিত জীবনের অভিজ্ঞতার কথা বলেছেন কোহলি। তিনি বলেছেন, ‘‘অনুষ্কাকে আমাদের সন্তানের মা হতে দেখার অভিজ্ঞতা দুর্দান্ত। এটাও দেখেছি মা হতে গেলে কী কী করতে হয়। অনুষ্কা সব কিছু দারুণ ভাবে সামলেছে। অন্তঃসত্ত্বা অবস্থাতেও একটা সিনেমার শুটিং করেছিল। যেটা আমাকে বেশ আশ্চর্য করেছিল। গর্ভাবস্থায় এক নারীর আসল শক্তি সঠিক ভাবে উপলব্ধি করা যায়।’’ অনুষ্কার মা হয়ে ওঠার প্রতিটি মুহুর্ত উপভোগ করলেও, পরিবার বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কোনও কথা বলেননি কোহলি।
 
কোহলি জানিয়েছেন, এখন তাঁর এবং অনুষ্কার প্রধান লক্ষ্য ভাল বাবা-মা হয়ে ওঠা। কোহলি বলেছেন, ‘‘যখন আমাদের দু’জনের আলাপ হয়েছিল, তখন আমরা আলাদা ব্যক্তি ছিলাম। তার পর একত্রে দু’জনে মানুষ হিসাবে গড়ে উঠেছি। আলাদা ব্যক্তি হিসাবে পরিচয় ক্রমশ কমেছে আমাদের মধ্যে। প্রতি দিন প্রতিনিয়ত আমরা আরও ভাল মানুষ হওয়ার চেষ্টা করেছি। এটা আমাদের জন্য আশীর্বাদের মতো।’’ মা হওয়ার পর অনুষ্কা নিজের পেশাগত ব্যস্ততা অনেক কমিয়ে দিয়েছেন। সন্তানকে যতটা বেশি সম্ভব সময় দেওয়ার জন্য কম কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী।
 
কোহলি মেনে নিয়েছেন, অনুষ্কার সঙ্গ তাঁকে অনেক পরিণত করেছে। জানিয়েছেন, অনুষ্কাই তাঁকে শিখিয়েছেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে এবং তাতে স্থির থাকতে। কোহলি বলেছেন, ‘‘অনুষ্কা আমাকে সব সময় বলে, তুমি যদি সত্যিই সত্যের পক্ষে থাক, তা হলে নিজের মতে স্থির থাকবে। অন্য কিছু নিয়ে ভাবার দরকার নেই। নিজের পথ নিজে তৈরি করবে। সব সময় নিজের কাছে পরিষ্কার থাকবে।’’
পথরেখা/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।