আব্দুল আজিজ, প্রতিনিধি তিতাস [কুমিল্লা] : 'গত ১৫ বছরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশের জনগণ এখন নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে উন্মুখ হয়ে আছে। আগামী নির্বাচন নস্যাৎ করতে বিএনপি জামায়াত অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে ধ্বংসাত্মক আন্দোলন বেঁছে নিয়েছে। ২৮ অক্টোবরে তারেক-ইশরাক-সোরোয়ার্দীদের 'বাইডেনের ভুয়া উপদেষ্টা' নাটকে বিএনপির আন্দোলন হাসি-কৌতকে পরিণত হয়েছে'।
১ নভেম্বর কুমিল্লার দাউদকান্দি-তিতাসে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, নৈরাজ্যে, অবরোধ বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)'র নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়ত ইসরায়েলী স্টাইলে আন্দোলন করছে। বিএনপির অগ্নি সন্ত্রাসের কাছে হাসপাতাল,জনসম্পদ,যানবাহন ও প্রধান বিচারপতির বাড়ি রক্ষা পাচ্ছে না। সেই জন্যই কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছিল।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সাধারণ জনগণের কাছে নৌকায় ভোট চান ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম কেরামত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক লিটন শওকত, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল,সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক ছাত্তার তালুকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির নেওয়াজ সোহেল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার,দাউদকান্দি পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল আহমেদ,কলাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাবিবউল্লাহ বাহার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, দাউদকান্দি ছাত্রলীগের সভাপতি প্রার্থী রিয়াদ, তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথরেখা/আসো