পথরেখা গাজীপুর প্রতিনিধি: গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে ’জেল হত্যা দিবস’ পালন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে ১৯৭৫ সালের ৩ নভেম্বর নির্মমভাবে জেল হত্যার শিকার জাতীয় চার নেতার স্মরণে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন। আরও আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আমজাদ হোসেন, গাজীপুর কবিতা পরিষদের সভাপতি কবি আবু নাসির খান তপন।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবে সহ সভাপতি এমএ সালাম শান্ত, যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন বুলবুল ও নির্বাহী সদস্য এম এ ফরিদ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন নির্বাহী সদস্য আবু সাইদ।
পথরেখা/আসো