পথরেখা অনলাইন : মেজর মেয়াজ্জেম আলী মেজর এম এম আলী নামেই সুপরিচিত ছিলেন। ১৯৭২ সনের ৮ নভেম্বর আকস্মিক হার্টঅ্যাটাকে বনানী ডিওএইচএস এর নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার ৫৭ বছর বয়স হয়েছিল। মৃত্যুকালে তিনি আদুরের ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
মেজর মেয়াজ্জেম আলী চাকরি জীবনের অধিকাংশ সময়ই পাকিস্তানের কোয়েটা রাওয়ালপিন্ডি, পেশোয়ার, করাচি এবং কাশ্মিরে অবস্থান করেছেন । বাংলাদেশের স্বাধীনতার সময়ই তিনি ঢাকা সিএমএইচ এ পোস্টিং নেন। ঢাকা সিএমএইচএক সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তখন বাঙালি অফিসারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম সিনিয়র। ঢাকাতে থাকার সময় তিনি অসংখ্য আহত মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য-সহেযোগিতা করেছেন। কাকতালীয়ভাবে তার জন্ম হয়েছিল ঈদের দিন, মৃত্যুও হয়েছিল ঈদের দিনই।
উল্লেখ্য, মেজর মেয়াজ্জেম আলী পথরেখা’র অন্যতম কলাম লেখক মেজর [অব.] শাহবুদ্দিন চাকলাদারে সন্ত্রী মমতাজ চাকলাদার রিনার পিতা। পথরেখা পরিবারের পক্ষ থেকেই শ্রদ্ধেয় সেনা কর্মকর্তা মেজর মেয়াজ্জেম আলীর বিদেহি আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণ দিবস উপলক্ষে দোয়া-খায়ের করা হবে।
পথরেখা/আসো