পথরেখা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় প্রায় ১৭ কোটি ৩৯ লাখ টাকা চুক্তিমূল্যে চৌদ্দটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বিকেলে পৌর মিলনায়তনে মেয়র এস.এম রবীন হোসেন এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ.এম.আবু বকর চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) উম্মে হাফসা নাদিয়া।
পৌরসভার বিভিন্ন এলাকায় সিসি ও আরসিসি রাস্তা, ড্রেন, বক্স কালভার্ট নির্মাণ এবং মেরামত, কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, সড়ক বাতি স্থাপনসহ চৌদ্দটি প্রকল্পে চুক্তিমূল্য ধরা হয়েছে প্রায় ১৭ কোটি ৩৯ লাখ টাকা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মো. মাকসুদ উল আলম খান, জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, পৌর কর্মকর্তা ও কর্মচারী, কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথরেখা/আসো