আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে প্রচারণায় নেমেছেন কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। শনিবার ১১ নভেম্বর বিকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাঁচারি বাজার, আসমানিয়া বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে আমির হোসেন ভূঁইয়া বলেন, আমার নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের সৈনিক হিসেবে গত দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়ে তিতাসে অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি। তারই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতিকে নির্বাচন করবো। আপনারা দলমত নির্বিরশেষে আমাকে ভোট দিয়ে আবারও আপনাদের অসম্পূর্ণ উন্নয়ন সমাপ্ত করার সুযোগ করে দিবেন।
গণসংযোগেকালে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, দাউদকান্দি উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূরে আলম, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য মুন্সি হারুনূর রশিদ, সাতানী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এম এ মজিদ, জগতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহআলম আজাদ, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ূন কবির, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রসমাজের সদস্য সচিব রাকিবুল হাসান আবু সাঈদ, যুগ্ম আহবায়ক ফরহাদ কামাল বাবু, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়াসহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
পথরেখা/আসো