পথরেখা অনলাইন : দুবাই ঘুরে আসার পরই অসুস্থ হয়ে পড়েছেন সংসদ সদস্য এবং টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে এমনই আভাস দিলেন এ নায়িকা।
২৬ নভেম্বর ইনস্টাগ্রামে এক স্টোরি দেন মিমি। যেখানে তাকে কালো পোশাক পরে সোফায় শুয়ে থাকতে দেখা গেছে। ছবিটি পোস্ট করে ক্যাপমনে তিনি লিখেছেন, ‘ভয়ংকর একটা ভাইরালের পর কিছু ভিটামিন-ডি প্রয়োজন।’ ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ছবিতে ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে তার চোখে-মুখে রোদ এসে পড়েছে। আর সেই সূর্যের তাপ থেকেই ভিটামিন-ডি নিচ্ছেন মিমি।
এদিকে কিছুদিন আগেই দুবাই বেড়াতে গিয়েছিলেন মিমি। সঙ্গে তার মা-বাবাও ছিলেন। ওই সময় দুবাই থেকে একাধিক ছবি-ভিডিও সোশ্যালে পোস্ট করেছেন। তাতে স্কাইডাইভও করতে দেখা গেছে এ টালি তারকাকে। প্রসঙ্গত, সম্প্রতিই এ নায়িকার দুটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। পূজার ঠিক আগ মুহূর্তে মুক্তি পেয়েছে রক্তবীজ। আবির চ্যাটার্জি, ভিক্টর বন্দোপ্যাধ্যায়, অনসূয়া মজুমদার ছিলেন এতে।
পথরেখা/আসো