আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মধ্যেমে রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী থাকলেও নৌকার মাঝি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
ইঞ্জিনিয়ার আব্দুস সবুর মনোনয়ন পাওয়ার খবর পেয়ে দাউদকান্দি ও তিতাস উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। সন্ধ্যার পর দাউদকান্দি পৌরসদর, গৌরীপুর বাজার, বাসস্ট্যান্ড, ইলিয়টগঞ্জ উত্তর, জিংলাতুলি, তিতাসে কড়িকান্দি স্টেশন হাসপাতাল গেট,গাজীপুর, বাতাকান্দি বাজার বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বুয়েট ছাত্র সংসদের সবেক জিএস ছিলেন। টানা দুইবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। সাদা মনের পরিচ্ছন্ন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর দাউদকান্দি-তিতাসের নির্বচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়।
পথরেখা/আসো