পথরেখা অনলাইন : ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনের এক পর্বের অতিথি বলিতারকা কাজল ও রানি মুখোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই পর্বের প্রোমো। সেই প্রোমোতে দেখা গেছে করণের অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন কাজল।
এর কারণ হচ্ছে, কাজলকে করণ প্রশ্ন করেছিলেন, তার পরিচালিত ও কাজলের অভিনীত কোন কোন ছবিতে রানি বিশেষ চরিত্রে আছেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে থতমত খেয়ে যান কাজল।
শেষ পর্যন্ত উত্তর দিতেও পারেননি তিনি। তবে হাতে থাকা একটি যন্ত্রের মাধ্যমে ক্রমাগত আওয়াজ করতে থাকেন অভিনেত্রী। তাতেই বিরক্ত হয়ে কাজলের উপর চিৎকার করেন করণ। তার পরেই ধৈর্যচ্যুতি হয় অভিনেত্রীর। কাজল বলেন, আমি আর থাকতে পারছি না। আমি চললাম এই অনুষ্ঠান ছেড়ে। যদিও অনুষ্ঠান ছেড়ে যাননি তিনি। মজার ছলেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন কাজল। নির্মাতা করণ জোহর ও নায়িকা কাজল দুজন বলিপাড়ার ‘বেস্ট ফ্রেন্ডস’ বলেই পরিচিত। করণের পরিচালিত প্রথম ছবি থেকে কাজলের সঙ্গে পরিচয় তার। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেট থেকে তৈরি হয়েছিল যে বন্ধুত্ব, তা আজও আছে অমলিন।
পথরেখা/আসো