আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর ২৯ নভেম্বর ২০২৩ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
বিকেল তিনটায় তিতাস উপজেলা কমপ্লেক্স গেট হতে কড়িকান্দি বাজার পর্যন্ত আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্র লীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগসহ উপস্থিত সহস্রাধিক নেতাকর্মীদের বাধভাঙ্গা উল্লাস এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, এই মনোনয়ন আমার একার না, এই মনোনয়ন দাউদকান্দি ও তিতাস বাসীর মনোনয়ন, এই মনোনয়ন দাউদকান্দি ও তিতাস উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন। তাই আমরা সকলে ঐক্য বদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জয়, জেলা সদস্য বশিরুল আলম মিয়াজি, জাকির নেওয়াজ সোহেল, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী, সিনিয়র সহসভাপতি মুন্সি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজ্বী নাছির উদ্দিন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন, তিতাস উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো.সারওয়ার হোসেন বাবু, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তার, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সরকার, সদস্য মেহরাব হোসেন সবুজ শিকদার, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান হাজ্বী আলী আশরাফ,ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ, শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার,যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন, মুকবুল মাহমুদ প্রধান, ছাত্র লীগের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল, জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নিকট মনোনয়ন পত্র দাখিল করেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
পথরেখা/আসো