আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমির হোসেন ভূঁইয়া বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
দুপুর ১২টায় তিতাস উপজেলা কমপ্লেক্স গেট হতে কড়িকান্দি বাজার পর্যন্ত জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতী, ছাত্র সমাজ, ওলামা পার্টি, মহিলা পার্টি উপস্থিত সহস্রাধিক নেতাকর্মীদের বাধভাঙ্গা উল্লাস এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমির হোসেন ভূঁইয়া বলেন, এই মনোনয়ন আমার একার না, এই মনোনয়ন দাউদকান্দি ও তিতাস বাসীর মনোনয়ন, এই মনোনয়ন দাউদকান্দি ও তিতাস উপজেলা জাতীয় পার্টি লাঙ্গের মনোনয়ন। তাই আমরা সকলে ঐক্য বদ্ধ হয়ে লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য মুন্সি হারুনূর রশিদ, উপজেলা যুবসংতির সভাপতি শেখ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মনির মুন্সি প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সাতানী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এমএ মজিদ, জগতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ আলম আজাদ, বলরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ ফরিদ পাঠান, ভিটিকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. রফিকুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির, জিয়ারকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খালেক মোল্লা, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমাম হোসেন ঈমন, তিতাস উপজেলা ওলামা পার্টির সভাপতি মো. হেলাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আবু সাঈদ, তিতাস উপজেলা ছাত্রসমাজের সভাপতি আফসার উদ্দিন,সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নিকট মনোনয়ন পত্র দাখিল করেন আমির হোসেন ভূঁইয়া ।
পথরেখা/আসো