• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:১৭

কালীগঞ্জে সম্পত্তি লিখে নিয়ে সৎ বোনকে শিকল দিয়ে বেধে নির্যাতন

পথরেখা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে কৌশলে সৎ ছোট বোনের সম্পত্তি লিখে নিয়ে পাগল সাজিয়ে লোহার শিকলে হাত পা বেধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা নির্যাতিতাকে শিকল দিয়ে হাত পা ও কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নির্যাতনকারী ভাই ও ভাবি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ বিষয়ে ৫জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
 
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হড়া (বড়িদাপাড়া) গ্রামের মৃত রমিজউদ্দিনের কন্যা কাউছার বেগম (৬৩) এর বিয়ে হয় জাঙ্গালীয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের সাদেক শিকদারের সাথে। পৈত্রিক সূত্রে কাউছার বেগম ৩ বিঘা সম্পত্তির মালিকানা লাভ করে। স্বামীর সংসারে অভাব অনটনের সুযোগে সৎ বড় ভাই আশরাফুল ভুইয়া তাকে ফুসলিয়া নিজ বাড়ীতে এনে স্বামী সন্তানদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এক পর্যায়ে তার স্বামী তাকে তালাক দিতে বাধ্য হয়। তালাকের পর কাউছার বেগমের সমস্ত সম্পত্তি আশরাফুল ও তার স্ত্রী নাজমুন নাহার @ স্বপ্না বেগম কৌশলে তাদের পুত্র নাইমের নামে রেজিষ্ট্রি করে নেয়। সম্পত্তি লিখে নিয়ে তাকে বাড়ী থেকে বের করে দিতে শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতনের ঘটনা আড়াল করতে বোনকে পাগল আখ্যা দিয়ে খাবার বন্ধ করে লোহার শিকলে হাত পা বেধে ঘরের ভিতরে আটকে রাখে। গত শনিবার (৯ ডিসেম্বর) সকালে আশরাফুল ভুইয়া ও তার স্ত্রী নাজমুন নাহার @ স্বপ্না বেগম শিকল দিয়ে কাউছার বেগমকে গাছের সাথে বেধে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন ও কাউছার বেগমের কন্যা শারমীনকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে হাত পা শিকলে ও মুখ কাপড়ে বাধা অবস্থায় তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
 
এ বিষয়ে কাউছার বেগমের সাথে কথা বললে তিনি প্রতিবেককে জানান, আমার বড় ভাই ও ভাবি অভাব অনটনের সুযোগ নিয়ে আমাকে স্বামীর বাড়ী থেকে নিয়ে আসে। পরে আমার স্বামী সন্তানদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারা আমার সাথে দেখা করতে আসলে তাদের সাথে খারাপ আচরণ ও মারধর করতো। এতে রাগ করে আমার স্বামী আমাকে তালাক দেয়। পরে ভাই, ভাবি, ভাইঝি ও ভাতিজা নাইম চক্রান্ত করে আমার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার ভরণপোষণ বন্ধ করে দেয়। আমি বাড়ি থেকে যেতে না চাওয়ায় তারা আমাকে পাগল সাজিয়ে শিকলে বেধে ঘরে বন্ধি রেখে মারধর করতো। আমি আমার সম্পত্তি ফেরত ও ন্যায় বিচার চাই। 
 
এ বিষয়ে কাউছার বেগমের মেয়ে শারমিন বেগম বাদী হয়ে আশরাফুল ভুইয়া (৭৫), তার স্ত্রী নাজমুন নাহার স্বপ্না বেগম (৬৫), তাদের পুত্র নাসিম (২৫), কন্যা তাহমিনা আক্তার (৩৫) ও স্বপ্নার মামাতো ভাই অরুন খান (৭০) এর নাম উল্লেখ করে রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পেয়েছি, আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। 
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।