পথরেখা অনলাইন : বলিউডের নামজাদা অ্যাকশন হিরো তিনি। ‘ফিটনেস’ রীতিমতো তাঁর মধ্যনাম। গতে বাঁধা জিমেই শুধু সীমাবদ্ধ নয় তাঁর শরীরচর্চা। প্রাচীন মার্শাল আর্টের উপরেও ভরসা রাখেন বিদ্যুৎ জামওয়াল। নিজের শরীরকে সক্রিয় ও চাঙ্গা রাখতে হরেক রকমের ট্রেনিংয়ে নিজেকে ব্যস্ত রাখেন বিদ্যুৎ। কখনও বরফজলে গা ডোবান, কখনও গলা অবধি কাদায় নেমে স্নান করেন। এ বার বিদ্যুৎকে দেখা গেল হিমালয়ের পার্বত্য অঞ্চলে। গায়ে এক টুকরো সুতো নেই। বিবস্ত্র হয়ে জঙ্গলে দিনযাপন করছেন। হঠাৎ এমন কৃচ্ছ্রসাধন কেন?
বিদ্যুৎ ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি দিয়েছেন। একটি ছবিতে নদীর ধারে পাথরের উপর বিবস্ত্র হয়ে বসে রয়েছেন, কোনওটিতে আবার পাহাড়ি নদীর ঠান্ডা জলে ডুব দিচ্ছেন। আবার কখনও নগ্ন অবস্থায় জঙ্গলের মধ্যে কাঠ জ্বালিয়ে রান্না করছেন। ছবিগুলি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘‘ফিরে গেলাম হিমালয়ের কোলে, ঈশ্বরের বাসস্থানে। এই খোঁজটা ১৪ বছর আগে শুরু করেছিলাম। আমি বুঝে ওঠার আগেই এটা আমার জীবনের অঙ্গ হয়ে উঠল। প্রতি বছর ৭-১০ দিন আমি একা গিয়ে এখানে কাটিয়ে আসি।’’ প্রতি বছর একটা নির্দিষ্ট সময় শহরের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের আত্মার খোঁজে বেরোন অভিনেতা।
প্রকৃতির বুকেই নিজেকে গড়েপিটে নিতে চান তিনি। জম্মুতে সেনা আধিকারিকের পরিবারে জন্ম হলেও বাবার চাকরির কারণে সারা দেশে ঘুরে বেড়িয়েছেন বিদ্যুৎ। কেরলে নিজের মায়ের আশ্রমে তিন বছর বয়স থেকে কালারিপায়াত্তু শিখেছেন। সেই মার্শাল আর্টেও সমান দক্ষ ‘কমান্ডো’ খ্যাত এই অভিনেতা।
পথরেখা/আসো