পথরেখা অনলাইন : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে হয়েছে ১০১ জনে। এই তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন বার্তা সংস্থা আল রাই এজেন্সির উপ-পরিচালক আহমাদ জামাল আল মাধুন। এ সব তথ্য নিশ্চিত করেছে গাজা কর্তৃপক্ষ। খবর আল জাজিরা।
চলতি বছরের গত ৭ অক্টোবর ইসরায়েলের মূলভূখণ্ডে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সে সময় থেকে এখন পর্যন্ত সংঘাত চলছে। গাজার বিভিন্ন স্থানে হামাসকে নির্মূলের অজুহাতে দিন-রাত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এতে প্রায় প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। বাদ যাচ্ছে না নারী বা শিশুরাও। গত ৪৮ ঘণ্টায় এমন হামলায় নিহত হয়েছে চার শতাধিক ফিলিস্তিনি।
গাজা সরকারের গণমাধ্যম সংস্থার কার্যালয় জানিয়েছে, চলতি বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১০১ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। একই সময়ে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় সংবাদ মাধ্যমের অর্ধ-শতাধিক কার্যায়ল পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের অ্যারাবিক ক্যামেরাম্যান সামের আবুদাকাও হামলায় নিহত হয়েছেন।
সংবাদকর্মীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের সহ-সাধারণ সম্পাদক টিম ডসন বলেন, অবরুদ্ধ গাজায় অস্বাভাবিক সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি বলেন, এর আগে আর কোনো একক সংঘাতে এত সংখ্যক সাংবাদিক নিহত হননি।
পথরেখা/অআ/