পথরেখা অনলাইন : ভারত মহাসাগরে রাসায়নিকবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমনটি দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
পেন্টাগনের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, জাপানের মালিকানাধীন ‘কেম প্লুটো’ নামে মোটরচালিত জাহাজটিতে লাইবেরিয়ার পতাকা ছিল। নেদারল্যান্ডস পরিচালিত রাসায়নিকবাহী ট্যাংকারটিতে স্থানীয় সময় গতকাল সকাল ৬টায় ইরান থেকে ছোড়া একমুখী ড্রোনটি আঘাত করে। ভারত উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে ড্রোনটি ওই ট্যাংকারে আঘাত হানে। এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্যাংকারে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত শুরুর পর লোহিত সাগরে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটলেও এই প্রথম সেই সংঘাত ছড়িয়েছে ভারত মহাসাগরে। এতে করে আঞ্চলিক যে উত্তেজনা চলছে, এ ঘটনায় তা আরও বেড়ে যাবে। সেই সঙ্গে জাহাজ চলাচলে নতুন ঝুঁকি তৈরি হয়েছে।
পেন্টাগন আরও দাবি করেছে, ২০২১ সালের পর থেকে এ নিয়ে সপ্তমবারের মতো বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে তেহরান। তবে, জাতিসংঘে ইরানের প্রতিনিধিদলের মুখপাত্র এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।ফিলিস্তিনির অবরুদ্ধ গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলার প্রকাশ্যে সমালোচনা করেছে ইরান সরকার ও তাদের সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী।
পথরেখা/অআ/