পথরেখা অনলাইন : বড়দিন এবং ইংরেজি নতুন বছর বরণে গণ জমায়েতের ক্ষেত্রে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া আগামী ১০ দিনের জন্য সেখানে জারি করা হয়েছে ১৪৪ ধারাও।
রোববার (২৪ ডিসেম্বর) থেকে এই নিয়ম জারি করছে লখনউ পুলিশ। চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।
লখনউ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বড়দিন এবং বর্ষবরণে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদি কেউ এই আইন অমান্য করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৪৪ ধারা জারি থাকার কারণে শপিং মল, পানশালা, রেস্তরাঁ, হোটেল-সহ অন্য জায়গায় জমায়েতের উপরেও থাকছে বিধিনিষেধ। নির্দিষ্ট সংখ্যক মানুষজনই প্রবেশ করতে পারবেন।
লখনউ পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো স্থানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষকে প্রবেশ করতে দেওয়া হবে না। হোটেল, শপিং মল, পানশালা, রেস্তোরাঁ, অন্য জায়গায় শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে, যাতে অন্যের সমস্যা না হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নিয়ম যারা অমান্য করবে তাদের ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা লঙ্ঘনের শাস্তি মিলবে। এই নোটিশ হোটেল, পানশালা, শপিং মলের বাইরে লাগিয়ে রাখতে হবে এবং তা মেনে চলতে হবে।
পথরেখা/অআ/