পথরেখা অনলাইন : বিরল ঘটনা ঘটালেন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের বাসিন্দা কেলসি হ্যাচার। জন্মগতভাবেই তিনি দুটি জরায়ু নিয়ে পৃথিবীতে আসেন। সেই দুই জরায়ুর আর্শীবাদে তিনি এবার দুই কন্যা সন্তানের মা হয়েছেন। খবর বিবিসি
শুক্রবার (২২ ডিসেম্বর) ৩২ বছর কেলসি নিজেই এ সুখবর জানিয়েছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমাদের অলৌকিক শিশুরা জন্ম নিয়েছে।’
গত মঙ্গলবার তার প্রথম শিশু জন্ম নেয়। প্রথম শিশুর নাম রাখা হয়েছে রক্সি লায়লা। এরপর বুধবার সকাল ৬টা ৯ মিনিটের দিকে জন্ম নেয় তার যমজ বোন রেবেল লাকেন। চিকিৎসকেরা অনুমান করেছিলেন বড়দিনের সময়ে জন্ম নিতে পারে এই যমজ। তবে বড়দিনের আগেই তাদের জন্ম হয়েছে।
কেলসির বয়স যখন ১৭ বছর, তখন থেকে জানতে পারেন, তার শরীরে দুটি জরায়ু আছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ‘ইউটেরাস ডিডেলফিস’। এটি একটি বিরল ঘটনা।
গত মে মাসে আট সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় নিয়মিত আলট্রাসাউন্ড করাতে গিয়ে তিন সন্তানের মা কেলসি জানতে পারেন, তার দুই জরায়ুতে দুটি ভ্রূণ আছে। তার চিকিৎসার দায়িত্বে ছিলেন ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট বার্মিংহাম’স উইমেন অ্যান্ড ইনফ্যান্টস সেন্টারের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ শ্বেতা প্যাটেল।
কেলসি বলেন, বিশেষজ্ঞরা তাকে বলেছেন, প্রতি পাঁচ কোটিতে একজন নারীর মধ্যে এ ধরনের ব্যতিক্রম দেখা যায়।
পথরেখা/অআ/