মৃণাল বন্দ্য, ইসলামপুর থেকে : আর মাত্র ২ দিন পরেই ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জামালপুর-২ ইসলামপুর আসনে ৪ জানুয়ারি হয়ে গেলো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের নির্বাচনী জনসভা। বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠে জনসভায় নেমেছিলো জনতার ঢল।
দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে দলে দলে আসতে থাকে সমর্থক, নেতা-কর্মীরা। মুহূর্তের মধ্যেই মিছিলে মিছিলে ইসলামপুর উচ্চ বিদ্যালয় (জনতা মাঠ) ছাড়িয়ে কলেজ মোড় থেকে বঙ্গবন্ধু মোড় হয়ে অপরদিকে মার্কাস মসজিদ থেকে রেলস্টেশন হয়ে উপজেলা চত্বরে কানায় কানায় ভরে যায়।
সে সময় বিশাল এলাকায় লোকে লোকারণ্য হয়ে সকল রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। পরে জনতা মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে আগামী ৭ জানুয়ারী নৌকার ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন। কালো টাকার বিনিময়ে যাতে কেউ ভোট কিনতে না পারে সেদিকে সর্তক থাকার আহবান জানান। একই সাথে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন। জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাবেদ মোশারফ রূপক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. মোহন মিয়াসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
জনসভার শেষে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের নেতৃত্বে ঘণ্টা ব্যাপী এক মিছিল জনতা মাঠ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন রঙ্গ-বেরঙ্গের ছোট ছোট নৌকা, ব্যানার নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন নেতা কর্মীরা।
পথরেখা/আসো