আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে কুমিল্লা জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের নেতৃত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জনগণকে উদ্বুদ্ধ ও ভোটকে উৎসবমুখর ও নৌকার মার্কায় আগ্রহ বাড়াতে প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে উঠান বৈঠক করছেন নৌকার সমর্থকরা। তারই ধারাবাহিকতায় উক্ত উঠান বৈঠকে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নৌকা মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের সহধর্মিণী মোসামৎ ইয়াছমিন সবুর।
ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কবির শিকদারের সঞ্চালনায় এসময় নৌকায় ভোট চেয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার, দাউদকান্দি মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমা আক্তার, ভিটিকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, যুবলীগ নেতা ইব্রাহিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরসহ আরো অনেকেই। উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারীর উপস্থিতি ছিল লক্ষনীয়।
পথরেখা/আসো