পথরেখা অনলাইন: আওয়ামী লীগ নির্বাচনের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে। নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিৎ করেছে ।
২৯৮টি আসনে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারী ফলাফলে আওয়ামী লীগ ২২২টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসন এবং জাতীয় পার্টি ১১টি এবং অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়েছে। ভোট স্হগিত রয়েছে ২টি আসনে।
এই নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগকে টানা চতুর্থ মেয়াদে জয়ী হলো। যা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিল।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৪০ শতাংশ, যদিও কিছু ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটের সময় বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।
পথরেখা/রাসু