পথরেখা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে পরাজিত নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান এমপির ট্রাক প্রতীকের সমর্থক উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের মৃত রঞ্জিত চন্দ্র দাসের পুত্র মিথুন চন্দ্র দাস (৪৫) গত ১৪ জানুয়ারী বিকেলে মোটরসাইকেলে সাওরাইদ কাঁচা বাজারে যাওয়ার সময় সরকারী পাবলিক টয়লেটের পাশে পৌছলে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি’র কর্মী সমর্থক সাওরাইদ গ্রামের নাজমুল পাঠান, লোকনাথ চন্দ্র দাস, মনির পাঠান ও একুতা গ্রামের আজিজুল তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা মিথুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বাম হাতটি ভেঙ্গে ফেলে এবং তার পকেট থেকে নগদ ২২ হাজার ৩শ ৫০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা মিথুনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আহত মিথুন বাদী হয়ে গত ২৫ জানুয়ারী রাতে ৪জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩/৪ জনের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ১৪(১)২৪। ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন জানান, এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
পথরেখা/আসো