পথরেখা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিন বিভিন্ন ষ্টল পরিদর্শণ করে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্বুদ্ধ এবং পুরষ্কার বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
বুধবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় লাইব্রেরী চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইশরাত জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান মেলায় অংশগ্রহণকারীদের মধ্য হতে বিজয়ীদের নাম ঘোষনা করেন।
৪৫তম জাতীয় ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ এবং বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনীতে দুইটি গ্রুপে মোট ১৯টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করেছে। জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে বালীগাঁও উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে রাথুরা কারিগরী কলেজ। সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল এন্ড কলেজ, দ্বিতীয় হয়েছে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ ও তৃতীয় হয়েছে জামালপুর কলেজ।
পথরেখা/আসো