কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযানে ছয়টি মামলায় সোয়া দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, বুধবার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ঈশ্বরপুর গ্রামের বিল্লাল হোসেনের পুত্র ছলিমউল্লাহকে ১ লাখ, দক্ষিণবাগ গ্রামের আরিফুল ইসলামের পুত্র নাদিমকে ৫০ হাজার, বালীগাঁও গ্রামের মৃত রকিব আলীর পুত্র মো. সাইফুল ইসলামকে ৫০ হাজার, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী উত্তরসোম গ্রামের আনোয়ার হোসেনের পুত্র বিজয় মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে কালীগঞ্জ বাজারে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দুইটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান।
এসময় বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন, মাহবুবুল ইসলাম ও মেহেদী জামান।
পথরেখা/আসো