পথরেখা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান।
১৯ ফেব্রুয়ারী সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন প্রতিযোগীতা, ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং বইমেলা আয়োজন, ৭ মার্চ সকালে ৭ মার্চের ভাষণ, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আত্মার শান্তি কামনা করে দোয়া, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
পথরেখা/আসো