পথরেখা অনলাইন : জীবনে প্রথমবার রাজ্যসভার (ভারতীয় সংসদের উচ্চকক্ষ) ভোটে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রাজস্থান থেকে সোনিয়াসহ মোট তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হয়েছেন। বাকি দু’জন হলেন, বিজেপির চুন্নিলাল গারসিয়া ও মদন রাঠৌর।
ভারতীয় জাতীয় কংগ্রেস ও বিজেপি'র বরাতে বুধবার এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়েছে, আগামী এপ্রিলে ১৫টি রাজ্যের ৫৬ জন রাজ্যসভার সদস্য অবসরে যাচ্ছেন। রাজস্থান থেকে অবসর নেবেন কংগ্রেসের ছয় বারের রাজ্যসভার সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং বিজেপির ভূপেন্দ্র যাদব এবং কিরোরীলাল মীনা।
তারা অবসরে যাওয়ায় বিধায়ক সংখ্যার হিসাবে বিজেপির দু’টি ও কংগ্রেসের একটি আসনে জেতার কথা ছিলো। কিন্তু কোনো দল বাড়তি প্রার্থী না দেয়ায় আগামী ২৭ ফেব্রুয়ারি ভোটাভুটি হচ্ছে না রাজস্থানে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। ওই রাজ্যের চারটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপির প্রার্থীরা। অন্য তিন জয়ী হলেন, গোবিন্দভাই ঢোলাকিয়া, ময়াঙ্কভাই নায়েক ও যশবন্তসিন পারমার।
পথরেখা/আসো