• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:১১

রাকুল-জ্যাকির পাঞ্জাবি রীতিতে বিয়ে

পথরেখা অনলাইন : ভারতের গোয়ায় সমুদ্রতীরে পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি। বুধবার (২১ ফেব্রুয়ারি )তাদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। এই জুটির বিয়েতে উপস্থিত হয়েছিলেন তাদের পরিবার, ঘনিষ্ট আত্মীয় এবং বন্ধুরা। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে তাদের বিয়ের আসর বসেছিল। সেখানে একাধিক বলিউড তারকা অংশ নিয়েছিলেন। রাকুলপ্রীত এবং জ্যাকির বিয়েতে এসেছেন শিল্পা শেটি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান, প্রমুখ। 
 
জানা গেছে, গতকাল দুপুরে নাগাদ সাতপাকে বাঁধা পড়েন রাকুল-জ্যাকি। বিয়েতে রাকুলের জন্য এক বিশেষ মিউজিক্যাল সারপ্রাইজের পরিকল্পনা করেছেন জ্যাকি। বলিউডের এই নির্মাতা ও অভিনেতা হবু স্ত্রীকে একটি গানের মাধ্যমে চমকে দেন। এই বিশেষ গানের মাধ্যমে তাদের প্রেমকাহিনি তুলে ধরা হয়। গানটি লিখেছেন ময়ূর পুরি। শিরোনাম ‘বিন তেরে’। 
 
তবে এখনও পর্যন্ত নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। গত ১৯ ফেব্রুয়ারি থেকে তাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হয়েছে। ২০ তারিখ সঙ্গীত অনুষ্ঠান হয়। তার আগের দিন হয়েছিল হলুদ অনুষ্ঠান। ২০২১ সালের অক্টোবর মাসে নিজেদের সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে আনেন রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। রাকুলপ্রীতকে আগামীতে ইন্ডিয়ান ২ ছবিতে দেখা যাবে। তার সঙ্গে থাকবেন কমল হাসান। এছাড়া ববি সিমহা, প্রিয়া ভবানী, প্রমুখকে দেখা যাবে।
 
প্রেমের এ গানের সংগীত পরিচালক তানিস্ক বাগচি। শুরুতে রাকুল ও জ্যাকির পরিকল্পনা ছিল মধ্যপ্রাচ্যের কোনো দেশে গিয়ে বিয়ে করার। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির ‘ওয়েড ইন ইন্ডিয়া’ আবেদনে সাড়া দিয়ে রাকুল ও জ্যাকি দেশের মাটিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই গোয়ার সমুদ্রসৈকতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।  এদিকে বলিউডের অনান্য তারকাদের মতো তারাও বিয়েতে ‘নো ফোন পলিসি’ জারি করেছেন। এই হবু দম্পতি চান তাদের বিয়ের ভালোবাসার মুহূর্তগুলো একান্ত ব্যক্তিগত রাখতে।
 
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।