পথরেখা অনলাইন : ভারতের গোয়ায় সমুদ্রতীরে পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি। বুধবার (২১ ফেব্রুয়ারি )তাদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। এই জুটির বিয়েতে উপস্থিত হয়েছিলেন তাদের পরিবার, ঘনিষ্ট আত্মীয় এবং বন্ধুরা। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে তাদের বিয়ের আসর বসেছিল। সেখানে একাধিক বলিউড তারকা অংশ নিয়েছিলেন। রাকুলপ্রীত এবং জ্যাকির বিয়েতে এসেছেন শিল্পা শেটি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান, প্রমুখ।
জানা গেছে, গতকাল দুপুরে নাগাদ সাতপাকে বাঁধা পড়েন রাকুল-জ্যাকি। বিয়েতে রাকুলের জন্য এক বিশেষ মিউজিক্যাল সারপ্রাইজের পরিকল্পনা করেছেন জ্যাকি। বলিউডের এই নির্মাতা ও অভিনেতা হবু স্ত্রীকে একটি গানের মাধ্যমে চমকে দেন। এই বিশেষ গানের মাধ্যমে তাদের প্রেমকাহিনি তুলে ধরা হয়। গানটি লিখেছেন ময়ূর পুরি। শিরোনাম ‘বিন তেরে’।
তবে এখনও পর্যন্ত নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। গত ১৯ ফেব্রুয়ারি থেকে তাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হয়েছে। ২০ তারিখ সঙ্গীত অনুষ্ঠান হয়। তার আগের দিন হয়েছিল হলুদ অনুষ্ঠান। ২০২১ সালের অক্টোবর মাসে নিজেদের সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে আনেন রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। রাকুলপ্রীতকে আগামীতে ইন্ডিয়ান ২ ছবিতে দেখা যাবে। তার সঙ্গে থাকবেন কমল হাসান। এছাড়া ববি সিমহা, প্রিয়া ভবানী, প্রমুখকে দেখা যাবে।
প্রেমের এ গানের সংগীত পরিচালক তানিস্ক বাগচি। শুরুতে রাকুল ও জ্যাকির পরিকল্পনা ছিল মধ্যপ্রাচ্যের কোনো দেশে গিয়ে বিয়ে করার। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির ‘ওয়েড ইন ইন্ডিয়া’ আবেদনে সাড়া দিয়ে রাকুল ও জ্যাকি দেশের মাটিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই গোয়ার সমুদ্রসৈকতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। এদিকে বলিউডের অনান্য তারকাদের মতো তারাও বিয়েতে ‘নো ফোন পলিসি’ জারি করেছেন। এই হবু দম্পতি চান তাদের বিয়ের ভালোবাসার মুহূর্তগুলো একান্ত ব্যক্তিগত রাখতে।
পথরেখা/আসো