• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২০:৪১

পীরগঞ্জে ১৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ

পথরেখা অনলাইন : জেলার পীরগঞ্জে রবি মৌসুমে ১৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে শীতকালিন পেঁয়াজে ১৬৫০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের চাষ হয়। এ বছর বাম্পার ফলনের পাশাপাশি পেঁয়াজের দাম ভালো হওয়ার বেজায় খুশি পেঁয়াজ চাষী কৃষকরা।
 
রংপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান,  কৃষি বান্ধব সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে উচ্চ মূল্যের পেঁযাজ জেলার ৮টি উপজেলা ও মেট্রো এলাকায় রবি মৌসুমে শীতকালিন পেঁয়াজ মেট্রো এলাকায় ৪৫ হেক্টর জমিতে, সদর উপজেলায় ১০৪ হেক্টর জমিতে, কাউনিয়া উপজেলায় ২০২ হেক্টর জমিতে, গঙ্গাচড়া উপজেলায় ১৩৮ হেক্টর জমিতে, মিঠাপুকুর উপজেলায় ২০৯ হেক্টর জমিতে, পীরগঞ্জ উপজেলায় ২০২২ হেক্টর জমিতে, পীরগাছা উপজেলায় ২৪৭ হেক্টর জমিতে, বদরগঞ্জ উপজেলায় ৮৪ হেক্টর জমিতে, তারাগঞ্জ উপজেলায় ৪৪৯ হেক্টর জমিসহ সর্বমোট ৩৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তিনি জানান, মেট্রো এলাকায় ৬৪১ মেট্রিকটন, সদর উপজেলায় ১৪৮২ মেট্রিকটন, কাউনিয়া উপজেলায় ২৮৭৯ মেট্রিকটন, গঙ্গাচড়া উপজেলায় ১৯৬৭ মেট্রিকটন, মিঠাপুকুর উপজেলায় ২৯৭৮ মেট্রিকটন, পীরগঞ্জ উপজেলায় ২৮৮১৪ মেট্রিকটন, পীরগাছা উপজেলায় ৩৫২০ মেট্রিকটন, বদরগঞ্জ উপজেলায় ১১৯৭ মেট্রিকটন, তারাগঞ্জ উপজেলায় ৬৩৯৮ মেট্রিকটনসহ সর্বমোট ৪৯৮৭৫ মেট্রিকটন উৎপাদন হয়েছে।
 
রবি মৌসুমে শীতকালীন পেঁয়াজ চাষী উপজেলার ধুলগাড়ী গ্রামের তোফাজ্জ্বল হোসেন, কুমারগাড়ীর আব্দুর রহমান, এনামুল হক, দ্বাড়িকাপাড়ার মোস্তাফিজার রহমান, শাহাজান মিয়া, জয়নাল মিয়া, মাহামুদুল মন্ডল, এনামুল হক ও আতাউর রহমান জানান, ৫০ শতকের এক বিঘা, ৫০ শতকের ২ বিঘা, ২৫ শতক জমিতে আমরা পেঁয়াজ আবাদ করি। এ বছর বাম্পার ফলনের পাশাপাশি ভালো মুনাফা হয়েছে। কৃষকরা জানান, ২৫ শতক জমিতে পেঁয়াজ আবাদে খরচ হয়েছিল ৪০/৫০ হাজার টাকা। ওই পরিমান জমিতে ২২/২৩ মণ পেঁয়াজ ৪০০০ টাকা মণপ্রতি দরে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বিক্রি হয়। এতে খরচ বাদে প্রতি ২৫ শতকে লাভ হয়েছে প্রায় ৭০/৮০ হাজার টাকা। আগামীতে ওই এলাকার পেঁয়াজ চাষী বাড়বে এমন ধারনা তাদের।
 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার জানান, কৃষি বান্ধব সরকারের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে নানামুখী তৎপরতা, পীরগঞ্জ উপজেলার স্থানীয় সাংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ ও উদ্যোগে এবং স্থানীয় কৃষি বিভাগের কৃষক উদ্বুদ্ধকরণ এর ফলে পেঁয়াজ চাষ ও উৎপাদন এলাকা বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে জেলার মধ্য পীরগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ১৬৫০ হেক্টর জমিতে পেয়াজ চাষ হয়েছে।
 
জেলার রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, কৃষি বান্ধব সরকারের নানামুখী তৎপরতায় উচ্চমুল্যের পেঁয়াজ উৎপাদন পীরগঞ্জসহ অত্র অঞ্চলের বিভিন্ন জেলায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যথাযথ বাজার ব্যবস্থাপনা করতে পারলে আগামী রমজান মাসসহ পরবর্তী মৌসুম পর্যন্ত পেঁয়াজের সরবরাহ জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পথরেখা/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।