পথরেখা অনলাইন : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নতুন কান্দি গ্রামের নুর হোসেন বেপারী ফাউন্ডেশন দুই দিনব্যাপী দুটি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। গত বৃহস্পতিবার প্রথম দিন ছিল কনকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান। শনিবার একই রকমের অনুষ্ঠান হয়েছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বনগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী মোহাম্মদ আবু ফয়সাল নিপু ফকির, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী ময়নুল আলম বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিনা ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের নূরনবী আহমেদ মোস্তাক, কনকসার ৩ নং ইউপি সদস্য জিল্লুর রহমান মিঠু, স্থানীয় রিপন সরদার, মিঠু খান প্রমুখ।
সকাল দশটা থেকে মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা সংগঠন নূর হোসেন বেপারী ফাউন্ডেশনকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গত পরশু কনকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই সংগঠনের পক্ষ থেকে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান কানাডাপ্রবাসী মোহাম্মদ আলী জানান, আমার বাবার নামে আমাদের এই ফাউন্ডেশন। 'সততার সাথে, কল্যাণে পাশে' প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছি। ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
পথরেখা/আসো