আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার আসমানিয়া বাজারে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কুমিল্লা -১ আসনের এমপি ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী শাহিদুল ইসলাম, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার, দপ্তর মীর শওকত লিটন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু, সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সরকার, তিতাস উপজেলা যুবলীগের সভাপতি ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, যুগ্ন আহবায়ক নাজমুল হাসান কিরণ, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহম্মেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ডা. এম এ সাত্তার, সাধারণ সম্পাদক সবুজ শিকদারসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভিত্তিপ্রস্থর স্থাপনকালে ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেছেন, আমরাদের বর্তমান সরকারের লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর। এ অঞ্চলের সবগুলো সড়কপথের সবরকম কাজ আমরা দায়িত্ব নিয়ে করে ফেলব।
পথরেখা/আসো