পথরেখা অনলাইন : টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ১৮ মার্চ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এবার টেস্ট সিরিজে মাঠে নামার অপেক্ষা। ২২ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে দু’দল। এরপর ৩০ মার্চ আবারও চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সাদা বলে যেখানে স্বস্তি মিলেছে সেখানে টেস্ট নিয়েই যত চিন্তা বাংলাদেশের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের মধ্যেই টেস্টের আবহ মিলল শ্রীলঙ্কার অনুশীলনে। ধনঞ্জয়া ডি সিলভা-মাহেশ তিকসানারা জোর প্রস্তুতি নিচ্ছেন লাল বলের। সিলেটে শুরু টেস্ট সিরিজ সামনে রেখে লাল বলের অনুশীলন শুরু করেছেন শুধু বাংলাদেশ টেস্ট দলে থাকা খালেদ আহমেদের মতো পেসারও। মিরপুরে তাঁর সঙ্গে লাল বলের অনুশীলন করছেন নাহিদ রানার মতো তরুণ পেসার, যিনি সবশেষ দুই বিপিএলে গতি দিয়ে বিশেষ নজর কেড়েছেন। চমক দেখিয়ে নাহিদ প্রথমবার লাল বলের দলে সুযোগও পেয়েছেন। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের অলিখিত ফাইনালের পরই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের মনোযোগের কেন্দ্রে চলে এসেছে টেস্ট।
টেস্ট সিরিজের আগে বাংলাদেশের চিন্তা হতে পারে পেস বোলিং আক্রমণে সেরা কম্বিনেশন পাওয়া নিয়ে। সাদা বলে যে পেস বিভাগ নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না, লাল বলে সেটিই চন্ডিকা হাথুরুসিংহের কপালের ভাঁজ বাড়াবে নিশ্চিত। চোটের সমস্যায় ইবাদত হোসেন, তাসকিন আহমেদ টেস্টে নেই। অনেক আগে থেকে টেস্ট খেলেন না মোস্তাফিজুর রহমান। তাহলে সিলেট-চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে শ্রীলঙ্কান ব্যাটারদের ‘হুমকি’ হতে বাংলাদেশের পেস বোলিং আক্রমণ সামলাবেন কারা? সবার আগে ছন্দে থাকা শরীফুল ইসলামের নাম আসে। খালেদের নামও যোগ করতে হয়েছে। টিম ম্যানেজমেন্টের বার্তা পেয়ে মিরপুর একাডেমি মাঠে লাল বলের অনুশীলন শুরু করেছেন তিনি। খালেদের পারফরম্যান্স অবশ্য খুব একটা আশাবাদী হওয়ার মতো নয়। নিজের শেষ ৭ ইনিংসের মধ্যে ৫ ইনিংসেই খালেদ ছিলেন উইকেটশূন্য। সুযোগ পাননি আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে হওয়া সবশেষ টেস্ট সিরিজে।
শরীফুলের সঙ্গে তোপ দাগাতে অভিজ্ঞ কোনো পেসারকে পাচ্ছে না বাংলাদেশ। দলে চমক নাহিদ রানা। প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেলেন ২১ বছর বয়সী এই পেসার। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। যেখানে ১৫ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন তিনি। নাহিদকে টেস্ট দলে নেওয়া নিয়ে বিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের জন্য ঘোষিত দল ভারসাম্যপূর্ণ হয়েছে। নবাগত নাহিদ রানার অন্তর্ভূক্তি আমাদের টেস্ট দলকে বেশ স্থির করেছে।’ নাহিদকে নিয়ে উচ্চাকাঙ্খী বিসিবি। তাঁকে ‘সম্ভাবনাময়’ উল্লেখ করে বিবৃতিতে তাঁকে আরও বলা হয়, তিনি ‘এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম বোলার।’ প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে ফেরায় এ ম্যাচ খেলা হয়নি লিটন দাসের। তৃতীয় ওয়ানডের আগে দল থেকেই বাদ পড়েন তিনি। তবে সিরিজের প্রথম টেস্টের দলে আছেন লিটন। তাঁর টেস্ট দলে ফেরা নিয়ে বিসিবির ব্যাখ্যা, ‘ছুটি নেওয়ায় গত টেস্ট মিস করার পর লিটন ফিরেছে। সব বিভাগের বেকআপ রাখা হয়েছে।’
শ্রীলঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হয়েছিল সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। টেস্ট সিরিজ দিয়ে আবারও দুই দল ফিরছে চায়ের দেশে। টেস্ট সিরিজেও নেই সাকিব আল হাসান। চোখের সমস্যার কারণে এবারের বিপিএলে শুরুর দিকে সাকিবের থেকে পুরো অলরাউন্ড পারফরম্যান্স পায়নি রংপুর রাইডার্স। বিশেষ করে, ব্যাটিংয়ে বেশ ভুগতে থাকেন ও এক অঙ্কের গন্ডিই পেরোতে পারতেন না তিনি। যদিও সাকিব টুর্নামেন্ট ১১ ম্যাচের মধ্যে ৯ ইনিংস ব্যাটিং করে ১৬৮.২৪ স্ট্রাইকরেটে করেন ২৪৯ রান, দুটি ফিফটিও করেছেন। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট। কিন্তু সাকিবের অভাব খুব একটা অনুভুত হচ্ছেনা বাংলাদেশ দলে। ধীরে ধীরে তাদের রিপ্লেসমেন্টও তৈরি হয়ে যাচ্ছে।
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।
পথরেখা/আসো