• সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
    ৩০ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২৩:৩৪

এবার টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

পথরেখা অনলাইন : টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ১৮ মার্চ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এবার টেস্ট সিরিজে মাঠে নামার অপেক্ষা। ২২ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে দু’দল। এরপর ৩০ মার্চ আবারও চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সাদা বলে যেখানে স্বস্তি মিলেছে সেখানে টেস্ট নিয়েই যত চিন্তা বাংলাদেশের। 
 
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের মধ্যেই টেস্টের আবহ মিলল শ্রীলঙ্কার অনুশীলনে। ধনঞ্জয়া ডি সিলভা-মাহেশ তিকসানারা জোর প্রস্তুতি নিচ্ছেন লাল বলের। সিলেটে শুরু টেস্ট সিরিজ সামনে রেখে লাল বলের অনুশীলন শুরু করেছেন শুধু বাংলাদেশ টেস্ট দলে থাকা খালেদ আহমেদের মতো পেসারও। মিরপুরে তাঁর সঙ্গে লাল বলের অনুশীলন করছেন নাহিদ রানার মতো তরুণ পেসার, যিনি সবশেষ দুই বিপিএলে গতি দিয়ে বিশেষ নজর কেড়েছেন। চমক দেখিয়ে নাহিদ প্রথমবার লাল বলের দলে সুযোগও পেয়েছেন। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের অলিখিত ফাইনালের পরই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের মনোযোগের কেন্দ্রে চলে এসেছে টেস্ট।
 
টেস্ট সিরিজের আগে বাংলাদেশের চিন্তা হতে পারে পেস বোলিং আক্রমণে সেরা কম্বিনেশন পাওয়া নিয়ে। সাদা বলে যে পেস বিভাগ নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না, লাল বলে সেটিই চন্ডিকা হাথুরুসিংহের কপালের ভাঁজ বাড়াবে নিশ্চিত। চোটের সমস্যায় ইবাদত হোসেন, তাসকিন আহমেদ টেস্টে নেই। অনেক আগে থেকে টেস্ট খেলেন না মোস্তাফিজুর রহমান। তাহলে সিলেট-চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে শ্রীলঙ্কান ব্যাটারদের ‘হুমকি’ হতে বাংলাদেশের পেস বোলিং আক্রমণ সামলাবেন কারা? সবার আগে ছন্দে থাকা শরীফুল ইসলামের নাম আসে। খালেদের নামও যোগ করতে হয়েছে। টিম ম্যানেজমেন্টের বার্তা পেয়ে মিরপুর একাডেমি মাঠে লাল বলের অনুশীলন শুরু করেছেন তিনি। খালেদের পারফরম্যান্স অবশ্য খুব একটা আশাবাদী হওয়ার মতো নয়। নিজের শেষ ৭ ইনিংসের মধ্যে ৫ ইনিংসেই খালেদ ছিলেন উইকেটশূন্য। সুযোগ পাননি আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে হওয়া সবশেষ টেস্ট সিরিজে।
 
শরীফুলের সঙ্গে তোপ দাগাতে অভিজ্ঞ কোনো পেসারকে পাচ্ছে না বাংলাদেশ। দলে চমক নাহিদ রানা। প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেলেন ২১ বছর বয়সী এই পেসার। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। যেখানে ১৫ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন তিনি। নাহিদকে টেস্ট দলে নেওয়া নিয়ে বিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের জন্য ঘোষিত দল ভারসাম্যপূর্ণ হয়েছে। নবাগত নাহিদ রানার অন্তর্ভূক্তি আমাদের টেস্ট দলকে বেশ স্থির করেছে।’ নাহিদকে নিয়ে উচ্চাকাঙ্খী বিসিবি। তাঁকে ‘সম্ভাবনাময়’ উল্লেখ করে বিবৃতিতে তাঁকে আরও বলা হয়, তিনি ‘এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম বোলার।’ প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে ফেরায় এ ম্যাচ খেলা হয়নি লিটন দাসের। তৃতীয় ওয়ানডের আগে দল থেকেই বাদ পড়েন তিনি। তবে সিরিজের প্রথম টেস্টের দলে আছেন লিটন। তাঁর টেস্ট দলে ফেরা নিয়ে বিসিবির ব্যাখ্যা, ‘ছুটি নেওয়ায় গত টেস্ট মিস করার পর লিটন ফিরেছে। সব বিভাগের বেকআপ রাখা হয়েছে।’
 
শ্রীলঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হয়েছিল সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। টেস্ট সিরিজ দিয়ে আবারও দুই দল ফিরছে চায়ের দেশে। টেস্ট সিরিজেও নেই সাকিব আল হাসান। চোখের সমস্যার কারণে এবারের বিপিএলে শুরুর দিকে সাকিবের থেকে পুরো অলরাউন্ড পারফরম্যান্স পায়নি রংপুর রাইডার্স। বিশেষ করে, ব্যাটিংয়ে বেশ ভুগতে থাকেন ও এক অঙ্কের গন্ডিই পেরোতে পারতেন না তিনি। যদিও সাকিব টুর্নামেন্ট ১১ ম্যাচের মধ্যে ৯ ইনিংস ব্যাটিং করে ১৬৮.২৪ স্ট্রাইকরেটে করেন ২৪৯ রান, দুটি ফিফটিও করেছেন। বোলিংয়ে ৬.২৩ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট। কিন্তু সাকিবের অভাব খুব একটা অনুভুত হচ্ছেনা বাংলাদেশ দলে। ধীরে ধীরে তাদের রিপ্লেসমেন্টও তৈরি হয়ে যাচ্ছে।
 
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।